• মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
  • ||

বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশ:  ১৫ জুন ২০২৪, ১৪:২৮
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে যাত্রীবাহী এক বাসের চাপায় আক্কাস আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে বনানীর ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি কাজী সাহান হক বলেন, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

পরিচয়পত্র দেখে নিহতের নাম আক্কাস আলী বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বগুড়া। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বনানী,মোটরসাইকেল,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close