• বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
  • ||

বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়ায় খারাপ লাগছে তামিমের

প্রকাশ:  ১৬ জুন ২০২৪, ২২:১৮
পূর্বপশ্চিম ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই ঘটে গেছে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা। সুপার এইটে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো বড় দল। বাদ পড়েছে টেস্ট খেলুড়ে আরেক দেশ আয়ারল্যান্ড। বিপরীতে চমক দেখিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে আইসিসির নবীন সদস্য ও বিশ্বকাপের এবারের আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।

এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল পাকিস্তানকে। কিন্তু ভক্তদের হতাশ করে দলটি বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকেই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরেছে প্রথমবার বিশ্বকাপ খেলা যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। এখন পর্যন্ত একমাত্র জয় কানাডার বিপক্ষে। নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পাকিস্তান ক্রিকেট দলের ভক্তদের মতো তামিম ইকবালও মেনে নিতে পারছেন না এই অপ্রত্যাশিত বিদায়।

পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় বেশ খারাপই লাগছে বাংলাদেশের এই সাবেক অধিনায়কের।

রবিবার (১৬ জুন) এক্সে টুইট করে তামিম লিখেছেন, “বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়ায় খারাপ লাগছে। আশা করছি তারা পরেরবার ভালো করবে, শহীদ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা পথ দেখাবেন।”

আজ রাতে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা, যেটি আসলে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ। আইরিশরাও বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়েছে।

তামিম ইকবাল,পাকিস্তান,টি-২০ বিশ্বকাপ ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close