• মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
  • ||

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

প্রকাশ:  ১৪ জুন ২০২৪, ২১:৪৭
নড়াইল প্রতিনিধি

কালনা-নড়াইল-যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ শেখ (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত নাহিদ শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।

নিহত যুবক

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাহিদ শেখ শুক্রবার (১৪জুন) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের নিজ বাড়িতে আসতে ছিল। প্রতিমধ্যে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ এর পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ শেখ মারা যায়।

এব্যাপারে তুলরামপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, হাওয়াইখালি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নাহিদ শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নড়াইল,সড়ক দুঘর্টনা,নিহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close