• মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
  • ||

‘কয়জন ইসরায়েলি জিম্মি জীবিত আছে, কারো ধারণা নেই’

প্রকাশ:  ১৪ জুন ২০২৪, ২১:৩১
পূর্বপশ্চিম ডেস্ক

গাজায় অবশিষ্ট ১২০ ইসরায়েলি জিম্মির মধ্যে কতজন জীবিত আছে সে সম্পর্কে কারো ধারণা নেই। শুক্রবার হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে এ কথা বলেছেন।

সিএনএন-এর সাথে একটি সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র এবং রাজনৈতিক ব্যুরো সদস্য ওসামা হামদান স্থগিত যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে তাদের অবস্থান সম্পর্কে ধারণা প্রদান করেছেন।

হামদান বলেন, ‘ইসরায়েলিরা কেবল ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চায় এবং তারপরে তারা যুদ্ধে ফিরে যেতে চায়। আমি মনে করি আমেরিকানরা এখনও পর্যন্ত ইসরায়েলিদেরকে (একটি স্থায়ী যুদ্ধবিরতি) রাজি করায়নি।’

তার দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রকে চুক্তির অংশ হিসেবে স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে রাজি করাতে হবে।

হামাস ইসরায়েলে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করেছে কিনা এমন প্রশ্নের জবাবে হামদান বলেন, পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করে বলেন, আক্রমণটি ‘দখলের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া।’

তিনি বলেন, ‘যা এর জন্য দায়ী তা হচ্ছে (ইসরায়েলি) দখলদারিত্ব। আপনি যদি দখল প্রতিরোধ করেন, (তারা) আপনাকে হত্যা করবে, যদি আপনি দখল প্রতিরোধ না করেন, (তারা) আপনাকেও হত্যা করবে এবং আপনাকে আপনার দেশ থেকে নির্বাসিত করবে। তাহলে আমাদের কি করা উচিত, শুধু অপেক্ষা করা?’

ইসরায়েল,জিম্মি,জীবিত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close