• সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
  • ||

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যানকে আসামি করে মামলা

প্রকাশ:  ৩০ জুলাই ২০২২, ১০:৩৬
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রেনের ধাক্কায় ১১ জনের নিহতের ঘটনায় রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার বিষয়টি জানেনা রেলওয়ে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার হাসান চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গেটম্যানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে।’

এদিকে গেটম্যান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে। বিভাগীয় রেলের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘তদন্তের পর দোষী সাব্যস্ত হলে তবেই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার করার বিষয়টি রেল পুলিশ আমাদের জানায়নি।’

পূর্বপশ্চিম/ম

রেলওয়ে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close