• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিপিএম বহিষ্কৃত সাংসদকে শীর্ষপদে বসালেন মমতা!

প্রকাশ:  ০৬ জুলাই ২০১৮, ১৭:৩২
আন্তর্জাতিক ডেস্ক

আদিবাসী উন্নয়নে গঠিত নতুন কমিটির শীর্ষপদে বসানো হল সিপিএম বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে এ কথা ঘোষণা করেন।

জানা যায়, ঋতব্রতকে সিপিএম থেকে বহিষ্কারের পর থেকে তিনি মমতার প্রশংসা শুরু করেন। তখন থেকেই একটি মহল দাবি করেছিলেন, তিনি সম্ভবত তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। সাম্প্রতিক কালে ঋতব্রত এ বিষয়ে একাধিক উদ্যোগে সামিল হন। যা দেখে তৃণমূলের একাংশ যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে। তাদের মতে, সিপিএম থেকে বহিষ্কৃত কোনো নেতাকে দলে নিলে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তবে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এক মাত্র তৃণমূলনেত্রীর। তিনি ঋতব্রতকে ওই কমিটির শীর্ষপদে বসিয়ে দলীয় কর্মী-সমর্থকদের প্রতি নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দিলেন।

নবগঠিত ওই কমিটিতে থাকছেন প্রতি জেলা থেকে দুই জন করে প্রতিনিধি। আদিবাসীদের উন্নয়ন সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে ওই কমিটি সেই বার্তা পৌঁছে দেবে মুখ্যমন্ত্রীর কাছে। পাশাপাশি আদিবাসীদের অসুবিধার দিকগুলো কমিটি খুঁজে বের করবে এবং তা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে নিয়ে আসবে।

তবে সব মিলিয়ে ঋতব্রতর তৃণমূলে প্রবেশ নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের এখানেই শেষ হল।

সিপিএম,মমতা বন্দ্যোপাধ্যায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close