• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

রাণীনগরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:২১
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আয়োজনে ও সোনালী ব্যাংক পিএলসি টি.টি.ডি.সি. শাখা রাণীনগরের সার্বিক সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি) মোহাম্মদ হাফিজুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার সহকারি পরিচালক মামুনূর রশিদ।

এছাড়াও সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক হাসিবুর হাসান, সোনালী ব্যাংক নওগাঁর প্রিন্সিপাল শাখার অফিসার, সোনালী ব্যাংক রাণীনগর বাজার শাখা ও টি.টি.ডি.সি. শাখার ম্যানেজার উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিসহ দেড় শতাধিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এসময় জালনোট শনাক্ত এবং জালনোটের বিস্তার প্রতিরোধসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালা,জনসচেতনতা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close