• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ব্রাজিলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ১১৩

প্রকাশ:  ১০ মে ২০২৪, ২০:৩২
পূর্বপশ্চিম ডেস্ক

ব্রাজিলে গত ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে দো সুলে ভারী বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

নাগরিক সুরক্ষা দপ্তর জানায়, উদ্ধার অভিযান চলমান থাকায় ধীরে ধীরে পুরো ক্ষয়ক্ষতির তথ্য বেরিয়ে আসছে।

দেশটিতে আগামী দিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের শঙ্কা, প্লাবিত রাজ্যের রাজধানী পোর্তো অ্যালেগ্রে ও আশেপাশের শহর এরইমধ্যে পানিতে তলিয়ে রয়েছে। সামনে পানি আরও বাড়তে পারে।

ওই খবরে রিও গ্র্যান্ডে দো সুলের প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, এখনো প্রায় ১৩৬ জন নিখোঁজ রয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি। বন্যায় রাজ্যটির ৪৯৭টির বেশি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাজিলের টিভির খবরের ভিডিওতে দেখা যায়, কোথাও কোথাও পানি ঘরের ছাদ ছুঁইছুঁই হয়ে গেছে।

রিও গ্র্যান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণে অন্তত ৩.৬৮ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

তিনি জানান, হতাহত বা ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বাড়বে।

ব্রাজিলের অনেক শহর, রাস্তা নদীতে পরিণত হয়েছে। ভেঙে গেছে সেতু ও রাস্তা। ঘটছে ভূমিধসের মতো ঘটনা। তাছাড়া একটি বাঁধের এক অংশ ভেঙে গেছে।

ফেডারেল সরকার বন্যায় ১,৪৯ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নাগরিকদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

তিনি বলেন, রিও গ্রান্ডে ডো সুলের চাহিদার পুরো মাত্রা তখনই জানা যাবে, যখন পানি কমে যাবে।

মৃত্যু,ব্রাজিল,বন্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close