• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘ধর্মপ্রাণ হওয়ার জন্য সাম্প্রদায়িক হওয়ার প্রয়োজন নেই’

প্রকাশ:  ১০ মে ২০২৪, ১৯:০২ | আপডেট : ১০ মে ২০২৪, ১৯:০৮
পূর্বপশ্চিম ডেস্ক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ধর্মপ্রাণ হওয়ার জন্য সাম্প্রদায়িক হওয়ার প্রয়োজন নেই। আমরা একটা স্লোগান দেই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই দেশে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারবেন। এ জন্যই বঙ্গবন্ধু বলেছেন, ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসেবে গ্রহণ করা হবে। সেটি আমরা করেছি। আমরা আশা করব, ছাত্রলীগ সেই পথে হাঁটবে।’

শুক্রবার (১০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ছাত্রলীগ আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করবে। পাশাপাশি তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

উবায়দুল মোকতাদির আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কর্মী সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তামান্না জেসমিন রিভা, সুরাফ মিয়া সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।

মন্ত্রী,ছাত্রলীগ,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close