• শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
  • ||

‘কপালে যেটা লেখা ছিল সেটার ওপর কিছু করার নেই’

প্রকাশ:  ০৩ জুলাই ২০২৪, ২১:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

অখণ্ড অবসর ছিল শরিফুল ইসলামের। হুট করেই শ্রীলঙ্কা থেকে তার জন্য ডাক এলো। খুলে গেল তার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার দুয়ার। বাংলাদেশের দ্রুতগতির বোলারকে দলে নিয়েছে ক্যান্ডি ফ্যালকন্স।

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলার প্রস্তাব লুফে নিয়ে শরিফুল আগেই অনাপত্তিপত্র পেয়ে গিয়েছিলেন। এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অনাপত্তিপত্রের আবেদন করতেই পেয়ে যান। অথচ গত বছর আইপিএলে খেলার প্রস্তাব থাকার পরও তাকে খেলতে দেয়নি বিসিবি। জাতীয় দলের সিরিজ ও তার ভবিষ্যতের কথা ভেবে সরিয়ে রাখা হয়েছিল।

আইপিএলের আফসোস এলপিএল দিয়ে কিছুটা হলেও মেটানোর আশা শরিফুলের, ‘অবশ্যই। তখন দেশের খেলা ছিল তাই বিসিবি ছাড়েনি। এখন খেলা নেই। ফাঁকা সময়ে বিসিবি এনওসি দিয়েছে।’

প্রতিযোগিতায় অংশ নিতে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন শরিফুল। লম্বা সময় পর মাঠে নামার অপেক্ষায় তিনি। গত পহেলা জুন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বোলিংয়ের সময় বোলিং হাতে ব্যথা পান শরিফুল। এরপর আর মাঠে নামা হয়নি। বিশ্বকাপ চলাকালীন সুস্থ হয়ে ফিট হলেও তাকে আর মাঠে নামায়নি টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ রয়েছে বাঁহাতি পেসারের, ‘ কপালে যেটা লেখা ছিল সেটার ওপর দিয়ে কিছু তো করার নেই। আশায় ছিলাম একটা হলেও ম্যাচ খেলবো। এজন্য একটু কষ্ট আছে আর কি।’

এলপিএলে এরই মধ্যে তার দল ক্যান্ডি ফ্যালকন্স ২ ম্যাচ খেলেছে। যেখানে জয় পেয়েছে ১টিতে। ওয়ানিন্দু হাসারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকার ক্রিকেটার রয়েছেন দলে। শরিফুল এই দলে বাড়তি শক্তি যোগ করবে বলার অপেক্ষা রাখে না।

নিজের সেরা দিতে মুখিয়ে বাংলাদেশি পেসার, ‘এলপিএলে যাচ্ছি চেষ্টা করবো নিজের সেরাটা যেন দিতে পারি। অনেক দিন হলো ম্যাচ খেলা হচ্ছে না। সেক্ষেত্রে ওখানে ম্যাচ খেলে যেন আগের মতো কামব্যাক করতে পারি।’

ক্রিকেট,এলপিএল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close