• মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১
  • ||

জুয়াকের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ:  ০৫ জুলাই ২০২৪, ২১:৪৯
পূর্বপশ্চিম ডেস্ক

যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের (জুয়াক) আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে আগত সকলকে ঈদের শুভেচ্ছা জানান জুয়াকের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবা জেবিন।সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক আলিম আল রাজির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল হোসেন , সাবেক সাধারন সম্পাদক ডঃ সাবের শাহ্। শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারন করেন আশ্রাফুন রোজী, মোঃ জহির উদ্দিন, রানা ইসলাম, নজরুল ইসলাম, সিনা আকন্দ , সুফিয়া কমর, নাসিমা চৌধুরী, হাবিবে আলম চৌধুরী, ওয়াকারুল আমিন রনি , হাবিবে আলম, আশরাফুল আলম, সিকান্দার আলি সিকো , মতিয়ার রহমান, ডঃ আসমা পারভিন, আনিসুর রহমান,জুলফিকার আলি ভুটটো, মোরশেদ ঠাকুর, ফারহানা ইয়াসমিন চমন, ইফতেখার ইফতি , ফারহানা খান একা, মোঃ সায়েম, শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, নাহিয়ান, ওমর ফারুক জাভেদ, রায়হানুর রহমান, মাহামুদুল হাসান অয়ন , জান্নাতুন নেসা চয়ন, সাইফ বিন আলম, টিপু সুলতান,জামিল,তা্নজি তুহিন, ঊর্মি, ফারিহা প্রভা, এহসানুল হক সহ আরো অনেকে। দুপুরের খাবারের পর ছিল মুল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান । স্থানীয় সঙ্গীত শিল্পী শেফালি ও বিলেতের জেমস খ্যাত রাজ হাসানের পরিবেশনা মাতোয়ারা করে দেয় সকলকে। ঐতিহ্যবাহী রঙবেরঙের পোশাকে অংশ নেয়া জুয়াকের সদস্যরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন। জাকিয়া তাসনিম, সুমি আমিন, পান্না ইকবাল, রুমানা তুলি, তাহমিনা আহমেদ, এনি জামান , নুরজাহান মুন্না প্রমুখ নেচে গেয়ে ঈদ উৎসবকে দেয় ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে আগত নতুনদের স্বাগত জানিয়ে বরন করে নেন জুয়াকের প্রতিষ্ঠাতা সদস্য সচিব পারভেজ মল্লিক। সবশেষে লাকি ড্রতে বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন উৎসবে আগত অতিথিরা।

যুক্তরাজ্য,জুয়াক,ঈদ পুনর্মিলনী,সাংস্কৃতিক অনুষ্ঠান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close