• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেসবুকে জয়িতার যে ছবিগুলো মুহূর্তেই ভাইরাল

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২২, ২২:১৭ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২২:২৫
পূর্বপশ্চিম ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্রিল্যান্স ফটোগ্রাফার জয়িতা আফরিনের কয়েকটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছবিগুলো তুলেছিলেন তিনি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে আপলোড দেয়া ছবিগুলো অসংখ্য মানুষ শেয়ার দিচ্ছেন। পোস্টের নিচে সবাই প্রশংসাসূচক মন্তব্য করছেন।

জানা যায়, ফটোগ্রাফি করতে মডেল মোবাশ্বিরা কামাল ইরাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান জয়িতা আফরিন। ফটোগ্রাফির আলাদা একটা অর্থ তৈরি করার চিন্তা করছিলেন তিনি। এমন সময় চোখে পড়ে রাজু ভাস্কর্যের পাশে চলমান বিভিন্ন আন্দোলনের প্লাকার্ড সাঁটানো। ব্যস, ক্লিক করেন পরিকল্পনা করে। তার সেই ফটোগ্রাফি মুহূর্তে ভাইরাল হয়েছে ফেসবুকে।

রাজু ভাস্কর্যের সামনে তোলা ছবিগুলোতে শূন্যে ভেসে থাকা অবস্থায় এক নারী মডেলকে দেখা যায়। ওই নারী মডেলের নাম মোবাশ্বিরা কামাল ইরা।

ছবিগুলো শেয়ার দিয়ে সালমান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ছবিগুলো অনেক অর্থবহ। গভীরভাবে চিন্তা করলে অনেক অর্থই বের হবে।

অপর আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘সত্যি অপূর্ব। ছবিগুলোর আলাদা একটা মিনিং তৈরি হয়েছে। তার ওই ছবিগুলো বেশিরভাগ শেয়ার হচ্ছে, কাজী নজরুলের বিদ্রোহী কবিতার লাইন দিয়ে।

পূর্বপশ্চিম/এসকে

জয়িতা আফরিন,ফেসবুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close