• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাসে বসে সরকারের বদনাম, রেগে গিয়ে যা করলেন নারী

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২২, ১৯:২৫ | আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৯:৩৮
নিজস্ব প্রতিবেদক

বাসের মধ্যে সরকারের সমালোচনা করায় রেগে গিয়ে ফেসবুক লাইভে এসে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে বসেছেন এক নারী।

শনিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর লাইভ ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়।

জানা যায়, লহ্মীপুর থেকে আল বারাকা বাসে করে ঢাকায় আসছিলেন ওই নারী। চলন্ত বাসের মধ্যে কয়েকজন যাত্রী সরকারের বিরুদ্ধে সমালোচনা করছিলেন। এতে রেগে গিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন ওই নারী।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই নারী ফেসবুকে লাইভে এসে এক যুবককে জিজ্ঞাস করছিলেন ‘আপনি এতোক্ষণ সরকারের বদনাম করছিলেন কেন? আপনার বাড়ি কোথায়, কোন থানায়, কোন গ্রামে?’। এই প্রশ্ন শুনে ওই যুবকের পেছন থেকে আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে অনেকটা তাচ্ছ্যিল্যের সুরে নারীর পরিচয় জিজ্ঞাস করেন। এতে ক্ষেপে গিয়ে ওই নারী বলেন, ‘আমি কে আপনি দিয়ে কি করবেন, আপনারা সরকারের বদনাম করেন আবার আমাকে জিজ্ঞাস করেন আমি কে, সবগুলারে গ্রেপ্তার করাবো। এই সরকারের আমলে এই সরকারের বিরুদ্ধেই বদনাম করেন এতো সাহস হয় কি করে। সরকারকে নির্লজ্জ বলেন এতো বড় সাহস। আমার জননেত্রী শেখ হাসিনার বদনাম করার সাহস হয় কি করে।’

লাইভ ভিডিওতে ওই নারীকে আরও বলতে শোনা যায়, বাসের মধ্যে এরা যারা সরকারের বদনাম করেছে সবাই বিএনপি-জামায়াতের লোক। আমি অসুস্থ একজন মানুষ। সরকারের বদনাম করায় প্রতিবাদ করেছি, এখন ওরা সবাই মিলে আমার উপড় হামলা করার চেষ্টা করতেছে। আমাকে সাহায্য করেন।

এদিকে সারাদিন ধরেই ভাইরাল ওই ভিডিওতে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘সরকার সমালোচনার উর্ধে নয় ! এই সব তেলবাজি মানুষের জন্য বাংলাদেশের শাসনব্যবস্থা আজকে এই শোচনীয় অবস্থা।’

অপর আরেকজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এ-ই নারী ভালো করে জানে যে, ভাইরাল হলেই বা তেল মারতে জানলেই ভালো পদ পাওয়া যায়। আর এ-ই মহিলার মনে হয় মাথায় সমস্যা আছে, মানসিক হাসপাতালে পাঠানো দরকার।’

খুব কম সংখ্যক ফেসবুক ব্যবহারকারীই নারীর এই প্রতিবাদী ভূমিকার জন্য বাহবা দিয়েছেন।


পূর্বপশ্চিম/এসকে

ফেসবুক লাইভ,নারী,সরকারের সমালোচনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close