• শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
  • ||

শাহবাগে যান চলাচল বন্ধ

প্রকাশ:  ০৩ জুলাই ২০২৪, ১৭:৫২
নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৩ জুলাই) বেলা ৩টা ৪০ মিনিটে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণপদযাত্রা শুরু করে টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, সুপ্রিম কোর্ট ও রমনা হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এর ফলে ওই মোড়সহ আশপাশে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।

সদরঘাটগামী পথচারী শাহজাহান মিয়া বলেছেন, সাভারের নবীনগর থেকে সদরঘাটে যাওয়ার জন্য সাভার পরিবহনে উঠছি। শাহবাগে এসে দেখি রাস্তা বন্ধ। তাই, হেঁটে গন্তব্যে যাচ্ছি।

গুলিস্তানগামী আরেক পথচারী বলেন, মোহাম্মদপুর থেকে গুলিস্তানে যাওয়ার জন্য রজনীগন্ধা গাড়িতে উঠছি। কিন্তু, এখানে রাস্তা বন্ধ থাকার কারণে গাড়ি চলাচল বন্ধ হয়েছে। এখন হেঁটে যাচ্ছি।

বন্ধ,যান চলাচল,অবরোধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close