• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অবিলম্বে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৪, ১৭:৪৮
পূর্বপশ্চিম ডেস্ক

অবিলম্বে পোশাকশ্রমিকদের চলতি মাসের বেতন ও উৎসব বোনাসসহ বকেয়া পাওনাদি পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামে একটি সংগঠন।

শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, সহ-সম্পাদক আহমেদ জীবন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক হাসনাত কবির প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও শ্রমিকদের অবদানকে অস্বীকার করে গার্মেন্টস মালিকদের প্রতি সরকারের তোষণ নীতির কোনো পরিবর্তন হচ্ছে না।

প্রতিবছর ঈদের পূর্বে শ্রমিকদের উৎসব বোনাস থেকে বঞ্চিত এবং বেতন-ভাতা বকেয়া রেখে আকস্মিকভাবে কারখানা বন্ধের ঘটনা নিয়মিত হলেও সরকার গার্মেন্টস মালিকদের ২০ রোজার মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের কঠোর নির্দেশ না দিয়ে তাদের অন্যায় করতে প্রশ্রয় দিচ্ছে।

নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, আগামী ৪ এপ্রিলের পর থেকে যদি সরকারি অফিসের কর্মকর্তারা ছুটিতে চলে যান আর ৯ বা ১০ এপ্রিল গার্মেন্টস ছুটি দেওয়ার আগে যদি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করা হয়, তাহলে শ্রমিকরা প্রতিকারের জন্য কার কাছে যাবে? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কে নেবে?

বেতন-বোনাস,পোশাকশ্রমিক,গার্মেন্টস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close