• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদের আগে বেতন বকেয়া নেই মাত্র ৩০% পোশাক কারখানায়

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২৪, ১৯:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

দেশের প্রায় ৩০% পোশাক কারখানা মার্চ পর্যন্ত শ্রমিকদের মজুরি পরিশোধ করেছে বলে জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (আইপি)। তারা জানায়, আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রায় ৭০% কারখানাই বোনাস ছাড় করেছে।

তবে, প্রায় ১০০টি কারখানা এখনও ফেব্রুয়ারির মজুরি পরিশোধ করতে পারেনি বলে জানান শিল্প পুলিশের সুপারিন্টেনডেন্ট (অপারেশন্স) নুরানী ফেরদৌস দিশা।

শিল্প পুলিশের এসপি বলেন, তারা আশাবাদী বাকি মজুরি ও বকেয়া ৯ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে।

ইতোমধ্যে বেশ কিছু কারখানা উৎপাদন বন্ধ করে ঈদের ছুটি ঘোষণা করেছে।

এর আগে, ২০ মার্চ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হওয়ার আগে তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের মার্চ মাসের বেতন ও উৎসব বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাক খাতের ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গার্মেন্টস,পোশাক,শ্রমিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close