• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রচন্ড তাপদাহে উজানে পথচারীদের শরবত বিতরণ

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৩৬
নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি
রাউজানে পথচারীদের শরবত বিতরণ

দেশজুড়ে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহে চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন স্থানে পথচারীদের শরবত খাওয়াচ্ছেন মাইজভাণ্ডারী ট্রাস্ট। সংগঠনটির উদ্যোগে সারাদেশব্যাপী চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় রাউজানে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির বিভিন্ন শাখার আয়োজনে শরবত বিতরণ শুরু হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে উপজেলার হলদিয়া ইউনিয়নে আমিরহাট বাজার মোড়ে পথচারীদের শরবত পান করান মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উত্তরসর্তা দায়রা শাখার অর্ধশতাধিক কর্মকর্তা ও সদস্যরা। তীব্র গরমে সংগঠনটির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন নানা শ্রেণী-পেশার মানুষ।

কমিটির সদস্যরা ডেকে ডেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ করছেন। ছোট বড় নারী পুরুষ শরবত পানের মাধ্যমে তৃষ্ণা মিটাতে দেখা যায়। স্থানীয় ব্যক্তি বদিউল আলম বলেন, তীব্র গরমে মানুষের জীবন হাঁপিয়ে উঠেছে। এই সময়ে পথচারীদের মাঝে শরবত বিতরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ উত্তপ্ত গরমে শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল।

এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন। এ সময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য শফিউল আলম, রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, মাষ্টার মোহাম্মদ আলী, সংগঠনের সভাপতি ওসমান গনি মুরাদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সৈয়দুল আলমসহ অনেকেই।

রাউজান,তাপদাহ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close