• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিবে কুবি

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০২২, ১৯:৫৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন কুবি উপাচার্য অধ্যাপক ড.এ.এফ. এম.আব্দুল মঈন।

কুবি উপাচার্য বলেন, আমরা ইউজিসির নির্দেশনা মেনেই গুচ্ছ পদ্ধতিতে থাকছি। গুচ্ছে খরচ এবং শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কম হয়। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোন সমস্যা ছিলনা। তবে ভর্তি প্রক্রিয়ায় কিছুটা সমস্যা পোহাতে হচ্ছে। আশাকরি আগামীতে এসব সমস্যা হবে না।

এর আগে গত ৩১ মার্চ গুচ্ছ পদ্ধতির বিপক্ষে বিবৃতি দিয়েছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এখন গুচ্ছ পদ্ধতিতেই থাকার বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিষয়ে শিক্ষক সমিতির অবস্থান জানতে চাইলে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস -উল -ইসলাম বিদ্যুৎ বলেন, আমি এ ব্যাপারে একা কোনো সিদ্ধান্ত দিতে পারব না। আমরা শিক্ষক সমিতির সাধারণ সভা আহ্বান করব ৷ ঐখানে অধিকাংশ শিক্ষক যে সিদ্ধান্ত দিবে আমরা সে অনুযায়ী পদক্ষেপ নিব।

পূর্বপশ্চিমবিডি/এমএইচ/জেএস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়,ইউজিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close