• শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

হরিয়ানায় কারখানায় বিস্ফোরণ , নিহত ৪

প্রকাশ:  ২২ জুন ২০২৪, ২৩:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের দৌলতাবাদ শিল্প এলাকায় একটি ফায়ারবল বা গোলা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। শনিবার (২২ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দুর্ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, বিশাল বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। ভোররাতের আকাশে ধোয়ার কুণ্ডলী দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, পরপর কয়েকটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণগুলো এতোটাই শক্তিশালী ছিল যে, কয়েক কিলোমিটারজুড়ে লোহার শিট ছড়িয়ে পড়েছে। আগুনে আশপাশের কারখানাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তা রমেশ কুমার বলেন,আমরা কাছাকাছি ফায়ার স্টেশন থেকে আসার সময়ও বিস্ফোরণ ঘটছিল। ফায়ার সার্ভিসের প্রায় ২৪ টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। আগুনে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কারখানায় ১৫ জনের মতো লোক ছিল। এর মধ্যে কৌশিক, অরুণ, প্রশান্ত ও রাম অবোধের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।

কারখানা,বিস্ফোরণ,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close