• শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আর্মেনিয়া

প্রকাশ:  ২১ জুন ২০২৪, ২১:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ আর্মেনিয়া।

শুক্রবার (২১ জুন) আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া। একইসঙ্গে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধান নীতিকেও সমর্থন করে দেশটি।

আর্মেনিয়ার দেওয়া স্বীকৃতির পর এক বিবৃতিতে ফিলিস্তিন বলেছে, এই স্বীকৃতি ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে, গত মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। যদিও এর প্রতিবাদে দেশগুলো থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরায়েল।

ইসরায়েল,ফিলিস্তিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close