• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২০১৯ বিশ্বকাপ খেলার স্বপ্ন আশরাফুলের

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটের ‘আশার ফুল’ নামে পরিচিত আশরাফুল। অনেক আগেই দেশের জার্সি গায়ে নিজের জাত চিনিয়েছেন। তার ব্যাটের ঝলকানিতে অনেকবার হেসেছে বাংলার কোটি সমর্থকরা। এরপর ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। ২০১৩ সালে ক্রিকেট জুয়ায় ফেঁসে নিষিদ্ধ হোন ক্রিকেট থেকে। যা চলে গত আগষ্ট পর্যন্ত। এর আগের বছর ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি মিলে। এবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছাড়পত্র পেয়েছেন।

গত সপ্তাহে আসন্ন জাতীয় লিগকে সামনে রেখে প্রথম শ্রেণির ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে পাশ করেছেন আশরাফুল। এর আগের মৌসুমে প্রিমিয়ার লিগে ৫ সেঞ্চুরির মালিক আশরাফুল আসন্ন জাতীয় লিগে নিজের সামর্থের আরো প্রমাণ দিতে চান। রান করে ফিরতে চান জাতীয় দলে।

আশরাফুল বলেন, ‘আমার স্বপ্ন আছে ২০১৯ সালের বিশ্বকাপ খেলার। এজন্য নিজেকে তৈরি করছি। আশা করি ব্যাটে রান পেলে নির্বাচকরা আমাকে একটি সুযোগ দিতে পারেন। তবে আমি ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে চাই।’

/এস কে

আশরাফুল,২০১৯ সালের বিশ্বকাপ,বাংলাদেশের ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close