• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদি কনস্যুলেটে পাওয়া গেলো খাশোগির মরদেহের টুকরো!

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৭:২১
আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে যে, প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের যে কনস্যুলেটে হত্যা করা হয়েছে। কনস্যুলেটের মধ্যেই পাওয়া গেছে খাশোগির মরদেহের টুকরো।

মঙ্গলবার (২৩ অক্টোবর) তুরস্কের বামপন্থী এক রাজনীতিবিদের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম।

তুরস্কের এক চ্যানেলে সাক্ষাৎকার দেন দেশটির বামপন্থী দল প্যাট্রিয়াটিক পার্টির নেতা দোগু পারিন্সিক। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটেরর ভেতরে গ্রাউন্ডে পড়ে ছিল সাংবাদিক খাশোগির মরদেহের একটি টুকরো। যা ওই কনস্যুলেটরের কর্মকর্তারা দেখতে পেয়েছিলেন।

তবে এর বেশি আর কিছুই জানানি ওই নেতা। এর আগে তুরস্কের একটি সংবাদমাধ্যমে জানিয়েছিল খাশোগির আঙুলগুলো কেটে ফেলার পর ঘাতকরা তাকে কনস্যুলেট ভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান। সেখানে তারা তাকে একটি টেবিলের উপর রেখে দেহ টুকরো টুকরো করে ফেলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিখোঁজ হন সাংবাদিক খাশোগি। পরে তাকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করে সৌদি। কিন্তু তারা দাবি করেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ সালমান আবদুল্লাহ জড়িত নন।

/রবিউল

জামাল খাশোগি,ইস্তাম্বুল,দোগু পারিন্সিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close