• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইস্তাম্বুলে গঠনমূলক আলোচনা হয়েছে, জানাল রাশিয়া

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ২০:০৩
পূর্বপশ্চিম- এনই

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধ বন্ধে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। কয়েক ঘণ্টার এ আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিসঙ্কি।

মঙ্গলবার (২৯ মার্চ) দু’দিনব্যাপী এই আলোচনার প্রথম ধাপ তুরস্কের প্রেসিডেন্সিয়াল দোলমাবাহচ অফিসে অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক জানান, ইউক্রেনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিবেচনার জন্য রাখা হবে।

ভ্লাদিমির মেডিসঙ্কি আরও বলেন,সংঘাত বন্ধে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চুক্তিকে সম্মত হলেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সম্ভাব্যতা তৈরি হবে।

এর আগে ইস্তাম্বুলে মঙ্গলবার শান্তি আলোচনায় বসেন রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। সেই সমঝোতার মধ্যস্থতাকারী হিসেবে আছেন রুশ ধনকুবের ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ।

পূর্বপশ্চিম- এনই

ইউক্রেন,রাশিয়া ও ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close