• বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

গোপালগঞ্জে সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রকাশ:  ৩০ জুন ২০২৪, ১৭:৪১
পূর্বপশ্চিম ডেস্ক

নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে যুবক নিহতের মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩০ জুন) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুজ্জামান ভূঁইয়া এ মামলায় হাইকোট থেকে জামিনে ছিলেন।

ওসি আনিচুর রহমান বলেন, আজ দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কামরুজ্জামান ভূঁইয়া। বিচারক আবেদন নামঞ্জুর করে কামরুজ্জামান ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৪ মে রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাসষ্ট্যান্ড এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থক ও নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের গুলিবর্ষণে বি এম লিয়াকতের সমর্থক ওসিকুর ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১৬ মে রাতে নিহতের বোন পারুল বেগম বাদী গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় কামরুজ্জামান ভূঁইয়াসহ ২৩ জনের নাম উল্লেখ এবং নাম না জানা ৫০ জনকে আসামি করা হয়।

মামলা,কারাগার,আসামি,আদালত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close