• সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম-ইলিশ-রসগোল্লা পাঠালেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২৭ জুন ২০২৪, ২০:৫০
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে ৪শ’ কেজি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ মাছ এবং ৫০ কেজি রসগোল্লা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারসামগ্রীগুলো হস্তান্তর করা হয়।

স্থলবন্দরের শূন্যরেখায় উপহারগুলো গ্রহণ করেন ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মোহাম্মদ আল আমিন। ভারতের পক্ষ থেকে ছিলেন ত্রিপুরার ইন্টিগ্রেটেড চেকপোস্টের পক্ষ থেকে কাস্টম সুপার দিব্যেন্দু ভৌমিক।

এ ছাড়া অন্যান্য কর্মকর্তার মধ্যে আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি এসএম রাহাতুল ইসলাম, আখাউড়া কাস্টম সুপার আবদুল কাইয়ুম তালুকদার, আখাউড়া ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মো. খাইরুল আলমসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা উপহার গ্রহণকালে দুই দেশের কর্মকর্তারা জানান, উপহার সামগ্রী আদান প্রদানের মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এর আগে গত ২৩ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ৫শ’ কেজি ত্রিপুরার বিখ্যাত রানীজাতের আনারস উপহার হিসেবে পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

ত্রিপুরা,মুখ্যমন্ত্রী,উপহার,প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close