• শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেটে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ:  ২৬ জুন ২০২৪, ২২:০৫
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ‌‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেনের সিলেট আসার কথা ছিল। লাইনচ্যুত হওয়ায় ট্রেন দুটি আটকা পড়েছে।

ট্রেন,লাইনচ্যুত,সিলেট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close