• শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

রাঙামাটিতে আ.লীগ নেতা অপহরণ

প্রকাশ:  ২৫ জুন ২০২৪, ২১:১৪
পূর্বপশ্চিম ডেস্ক

রাঙামাটির রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হ্লা থোয়াই অং মারমা ওরফে গঞ্জ মারমাকে অপহরণ করা হয়েছে। গত রোববার (২৩ জুন) বিকেলে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করেছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।

হাজী মো. মুছা মাতব্বর জানান, গত রোববার বিকেলে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি এলাকা থেকে দুর্বৃত্তরা হ্লা থোয়াই অং মারমা ওরফে গঞ্জ মারমাকে অপহরণ করেছে বলে জানা গেছে। তবে কারা নিয়ে গেছে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয় কারবারি সুই ক্যাচিং মারমা জানান, রোববার বিকেলে নিজ-বাড়ি থেকে বের হয়ে জরুরি কাজে কাকড়াছড়ি বাজারে যাচ্ছিলেন হ্লা থোয়াই অং ওরফে গঞ্জ মারমা। সেসময় তাকে অপহরণ করে নিয়ে গেছে ভেতরের পার্টির (সশস্ত্র সংগঠন) লোকজন। এখন পর্যন্ত অপহৃত হ্লা থোয়াই অং ওরফে গঞ্জ মারমার কোনো খোঁজ মিলেনি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম জানান, এ ঘটনায় থানায় একটি ডায়েরি হয়েছে।

আওয়ামী লীগ,অপহরণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close