• শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
  • ||

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান

প্রকাশ:  ২৪ জুন ২০২৪, ১৭:৫৪
পূর্বপশ্চিম ডেস্ক

রাসেলস ভাইপারসহ যে কোনো বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ। রাসেলস ভাইপারসহ বিষাক্ত সাপের দংশনের ওষুধ জেলার হাসপাতালে পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানানো হয়।

আজ সোমবার (২৪ জুন) দুপুরে গোপালগঞ্জ সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে সর্প দংশন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা হয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. জীবিতোষ বিশ্বাস, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল লতিফ, সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমুল ইসলাম মুনহাজ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দীবাকর বিশ্বাসসহ পাঁচ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকেরা নেন।

আলোচনা সভায় সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান বলেন, সাপ নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে সাপের বিষ প্রতিশোধক ওষুধ মজুত রয়েছে। কাউকে যদি সাপে কাটে তাহলে ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।

সাপ,রাসেলস ভাইপার,গোপালগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close