• শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রামে নৌকায় ফেরির ধাক্কায় নিখোঁজ ২

প্রকাশ:  ২২ জুন ২০২৪, ২২:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাটে নৌকায় ফেরির ধাক্কায় দুই জন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছেন। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর ফেরিঘাটের শহর অংশে এ দুর্ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরীতে আসার সময় ফেরির সঙ্গে নৌকার ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, এ সময় নৌকায় থাকা তিন জন ফেরির নিচে পড়ে যায়। তাৎক্ষণিক একজনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ একজনের নাম কাজল। তার বাড়ি বোয়ালখালী। অপরজনের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

ফেরিঘাট,ফেরি দুর্ঘটনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close