• সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটূক্তি, সাইবার আইনের মামলায় এনজিওকর্মী গ্রেপ্তার

প্রকাশ:  ২০ জুন ২০২৪, ১৯:২৮ | আপডেট : ২০ জুন ২০২৪, ১৯:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

দিনাজপুরের হাকিমপুরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় জাহাঙ্গীর আলমকে (৪৩) নামে এক এনজিওকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার বিকেলে হাকিমপুরে জাহাঙ্গীর আলমকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি ধরন্দা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। জাহাঙ্গীর পেশায় একজন এনজিওকর্মী। এর আগে তিনি হিলি স্থলবন্দরে চাকরি করতেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন।

এছাড়াও জাহাঙ্গীর আলম ওই দিন তার ফেসবুকে আইডিতে লিখেন, কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ-মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সাইবার নিরাপত্তা আইনের মামলার বাদী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের হাকিমপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার লিয়াকত আলী। মামলার এজাহারে তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কটূক্তি করে গত ১৭ জুন ফেসবুকে পোস্ট দেন জাহাঙ্গীর।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ফেসবুকে মন্তব্যের কারণে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কটূক্তি,মুক্তিযোদ্ধা কোটা,মামলা,গ্রেপ্তার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close