• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁদপুরের নদী থেকে জাল ও নৌকাসহ ১৩ জেলে আটক

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৪, ২২:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

চাঁদপুরে নিষেধাজ্ঞার সময়ে রাজরাজেশ্বরের মেঘনা নদী থেকে অবৈধ জাল ও নৌকাসহ ১৩ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

আটকরা হলেন, বিল্লাল চৌকিদার (৩২), জাকির মাঝি (৪২), রাসেল প্রধানিয়া (২৮), তাজল চৌকিদার (১৯), মো. ইব্রাহিম (১০), মো. জহির গাজী (২৪), আবুল কালাম (২৫), হাকিম আলী (৮), শয়ন আহমেদ (১৯), সুজন (২১), ফারুক বেপারী (৩২), খলিল দর্জি (২২) ও রনি বেপারী (১২)।

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, রাজরাজেশ্বর ইউপিস্থ শিলারচরের মেঘনা নদী হতে ১৩ জেলেকে আটক করেছি। তাদের থেকে ২৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৪টি ইঞ্জিনচালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা জব্দ করেছি।

তিনি আরও বলেন, আটক ১৩ জন অসাধু জেলের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে দুটি নিয়মিত মামলা এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক ও একজন বাকপ্রতিবন্ধী হওয়ায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। মামলার জব্দকৃত আলামত নৌ থানা হেফাজতে আছে।

চাঁদপুর,মেঘনা নদী,নৌ পুলিশ,জেলে আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close