• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বিটিআরআই এর ”চা আবাদ” বিষয়ক বার্ষিক প্রশিক্ষণ শুরু

প্রকাশ:  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮
মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক করতোয়া ভ্যালীস্থ উত্তরাঞ্চলের চা বাগান/বটলিফ চা ফ্যাক্টরীর ব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপক, ক্ষুদ্র চা চাষি, ব্রোকার্স হাউজের প্রতিনিধিদের জন্য ৩দিনের “চা আবাদ বিষয়ক বিটিআরআই বার্ষিক প্রশিক্ষণ কোর্স-২০২৪ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পঞ্চগড়স্থ বিটিআরআই উপকেন্দ্রে অনুষ্ঠিত ৩দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে কোর্সের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন। পঞ্চগড়স্থ বিটিআরআই উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন এর সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহমেদ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন।

এ ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন চা বাগান, কারখানা ও ক্ষুদ্রায়তন চা বাগান থেকে ৬৪জন প্রশিক্ষণার্থীসহ সিনিয়র প্ল্যান্টার্স, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, বিটিআরআই এর সংশ্লিষ্ট বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

কোর্সের ১ম দিনে ভালো মানের চা তৈরির কৌশল, বটলিফ কারখানায় চা প্রক্রিয়াজাতকরণ, চা চোরাচালান রোধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক উদ্ভাবিত “টি সফট” এর ব্যবহার, চায়ের কৃষিতাত্ত্বিক দিক সমূহ যেমন- চারা রোপন ও পরিচর্যা, টিপিং, প্লাাকিং, প্রুনিং, সেচ ও পানি নিষ্কাশন ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালা,চা আবাদ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close