• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পিরোজপুরের পুলিশ সুপার প্রত্যাহার

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২৩, ১৯:২১
ডেস্ক এডিটর

আগামী দ্বাদশ নির্বাচন সামনে রেখে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ শফিকুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এ সংক্রান্ত এক পত্র ঢাকা থেকে পিরোজপুরে এসে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ শেখ মোস্তাফিজুর রহমান।

সূত্র জানায়, ঢাকা এসপিবিএন-২ কার্যালয় থেকে এ বছরের ৩ জুলাই মোহাম্মাদ শফিকুর রহমান পিরোজপুরে পুলিশ সুপার পদে যোগদান করেন। এ সময় তিনি পিরোজপুরে প্রায় ১ বছর ৫ মাস অবস্থানকালে কয়েকটি হত্যা মামলার ক্লু উদঘাটনসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিচল ছিলেন।

ইসির অপর একটি দায়িত্বশীল সূত্র মনে করে, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং নির্বাচনের স্বার্থে’ এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের স্থলে নতুন কর্মকর্তাদেরও যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

দ্বাদশ নির্বাচন,পিরোজপুর জেলা,পুলিশ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close