• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

হামলায় জড়িতদের জনগণ চিহ্নিত করে রাখছে: প্রিন্স

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ২০:২০
কিশোরগঞ্জ প্রতিনিধি

বিনা উসকানিতে বিএনপিসহ জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে পুলিশের অতি উৎসাহী সদস্যরা, জনগণ তাদের চিহ্নিত করে রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের গুলি, লাঠিচার্জ, মামলা ও গ্রেপ্তার করা হয়েছে দাবি তুলে তার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রিন্স বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যরা বিনা উসকানিতে বিএনপিসহ জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বিচারে গুলি করে হতাহত এবং মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন চালাচ্ছে। এ ধরণের ন্যাক্কারজনক হামলার পেছনে জড়িত অতি উৎসাহীদের জনগণ চিহ্নিত করে রাখছে। ভবিষ্যতে তাদেরকে এর দায় নিতে হবে এবং জনতার আদালতে বিচার হবে।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদ সম্মেলন শেষে দলীয় কার্যালয়ের সামনে শুরু হয় মানববন্ধন। একপর্যায়ে তা সমাবেশে পরিণত হয়। মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে যোগ দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কিশোরগঞ্জ,সৈয়দ এমরান সালেহ প্রিন্স,বিএনপি,হামলা,জনগণ,চিহ্নিত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close