• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

কয়রায় বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

প্রকাশ:  ১৩ আগস্ট ২০২২, ১৭:৫০
খুলনা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের পানিতে বাঁধটি ভেঙে যায়।

এর আগে, গত রোববার (১৭ জুলাই) ভাটির টানে প্রায় ২০০ মিটার জায়গাজুড়ে ভাঙ্গন শুরু হলে স্থানীয়রা মেরামতের চেষ্টা চালায়। কিন্তু ওই দিন দুপুরে জোয়ারের সময় দ্রুত পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বাঁধটি ফের ভেঙ্গে গেছে। বাঁধ না ভাঙলে তাদের ঘুম ভাঙে না।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর ছালাম খাঁন জানান, জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে চারটি গ্রামে লবণ পানি প্রবেশ করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

পূর্বপশ্চিমবিডি/নদির/এআই

খুলনা,বেড়িবাঁধ ভাঙন,৪ গ্রাম প্লাবিত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close