• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

কয়রায় কপোতাক্ষের ছোবল, ৩ গ্রাম প্লাবিত

প্রকাশ:  ১৭ জুলাই ২০২২, ১৬:৪৫ | আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৬:৫২
খুলনা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় চোরামুখা, ঘড়িলাল সহ সরদার পাড়া মিলিয়ে ৩ গ্রাম বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদের গর্ভে চলে গেছে।

রোববার (১৭ জুলাই) সকালে ভাঙন শুরু হয়। জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙে গেছে। ওয়াবদায় বেড়িবাঁধের কাজ চলছিল। হঠাৎ করে নদীভাঙনে বাঁধ ভেঙে গেছে। ফলে জোয়ারের সময় বেদকাশি ইউনিয়নের ১৪টি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এব্যাপারে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য খোকন সরদার জানান, রাতে চরামুখা গ্রামের খালের গোড়ায় ২’শ মিটার জায়গা জুড়ে ভাঙ্গন শুরু হলে সকালে সেচ্ছাশ্রমে এলাকাবাসীরা মিলে মেরামতের কাজ করেছি। তবে পুরোটা জায়গা মেরামত করতে না পারায় দুপুরের জোয়ারে লোকালয়ে পানি প্রবেশ করছে বলেও জানান তিনি।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড (১,২,৩) ইউপি সদস্য রশিদা খানম জানান, রাতে ভাটির সময় দূর্বল ওই বাঁধটি ভাঙলেও লোকালয়ে পানি প্রবেশ করেনি। সকাল থেকে এলাকার জনগণ নিয়ে বাঁধ নির্মাণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। দুপুরে কপোতাক্ষের জোয়ারের উগরে দেওয়া পানিতে চোরামুখা, ঘড়িলাল সহ সরদারপাড়া মিলিয়ে তিনটা গ্রাম প্লাবিত হয়েছে। তবে এমন পানি বৃদ্ধি পেতে থাকলে রাতে জোয়ারের সময় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে প্রবেশ করতে পারে বলেও দাবি করেন তিনি।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. মশিউল আবেদীন গণমাধ্যমকে জানান, কয়রার ওই এলাকার ক্ষতিগ্রস্থ বাঁধটি আগে থেকেই দূর্বল ছিল। সকালে বাঁধটি ভেঙে ক্লোজার তৈরি হয়েছে। তবে এই মূহুর্তে পানি আটকানোর মতো কিছু করা তাদের পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি।

সর্বশেষ এমন পরিস্থিতিতে ভুক্তভোগী এলাকাবাসী সহ উপজেলার সর্বোস্তরের জনগণ ক্ষতিগ্রস্থ বাঁধটি মেরামত ও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়া থেকে রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

পূর্বপশ্চিমবিডি/নাদীর/এআই

নদী ভাঙন,কপোতাক্ষ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close