• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বরগুনায় ঈদ উদযাপন

প্রকাশ:  ০২ মে ২০২২, ১০:৫৭
বরগুনা প্রতিনিধি

বরগুনার সদর উপজেলা, বেতাগী, আমতলী, তালতলী ও পাথরঘাটা উপজেলার অনেক এলাকায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জেলার বিভিন্ন এলাকায় মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছেন।

সোমবার (২ মে) সকাল ৭টায় পাথরঘাটার হাতেমপুর গ্রামের হাবিবুর রহমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হাবিবুর রহমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হাসিবুল ইসলাম বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা ঈদ পালন করছি। পাথরঘাটায় ছয়টিরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, জেলা ও উপজেলা কয়েকটি গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায়কে কেন্দ্র করে সেখানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা সদর ইউনিয়নের খাড়াকান্দা ও শরীফ বাড়ি এলাকায়, ৬ নম্বর ইউনিয়নের বুড়িরচর, ৩ নম্বর ইউনিয়নের গিলাতলী গ্রাম, বেতাগী উপজেলার ১০টি গ্রাম, আমতলী উপজেলার তিনটি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

বরগুনা,পবিত্র ঈদুল ফিতর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close