• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

সড়ক নষ্টের অভিযোগে ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১৯:২৫ | আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৯:৩১
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় পাকা সড়ক নষ্ট করার অভিযোগে একটি ইটভাটার মালিক জেহের মোহাম্মদকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই ইটভাটার মালিককে এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন।

তিনি জানান, রাজশাহীতে এমআর নামে একটি ইটভাটার বিরুদ্ধে উপজেলার ধোকড়াকূল এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের উপর মাটি ফেলে নষ্ট সড়কটি নষ্ট করে ফেলেছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সড়ক নষ্ট হয়ে যাওয়ার কারণে জনসাধারণকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

ইট ভাটার মালিককে বার বার সতর্ক করার পরেও তিনি তা গ্রাহ্য করেননি বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, আজ সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এআইএস/জেএস

রাজশাহী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close