• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

জয়পুরহাটে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২২, ১০:২০
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে শাহিনুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ৪৬০ পিস ট্যাপেন্টাডল ও ১২০ পিস যৌন উত্তোজক ট্যাবলেট জব্দ করা হয়

সোমবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বালিঘাটা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফাতার করা হয়। গ্রেফতার শাহিনুর জয়পুরহাট সদর উপজেলার পারবাট্টা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, উপজেলার বালিঘাটা বাজারে হকিকুলের মার্কেটের সিনহা মেডিসিন কর্ণার নামক ফামেসিতে অভিযান পরিচালনা করে ৪৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ শাহিনুরকে হাতেনাতে করা গ্রেফতার হয়। তিনি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল এবং যৌন উত্তেজক ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক ফার্মেসি ব্যবসার আড়ালে কৌশলে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন।

পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বপশ্চিম/জিএইচ/এনএন

মাদক,জয়পুরহাট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close