• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

রাউজানে ব্যতিক্রমী উদ্যোগ, পলিথিন জমা দিলেই মিলছে নগদ টাকা

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২২, ১৯:৫১
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা গড়তে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

পৌর এলাকা থেকে প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা পৌরসভায় জমা দিলেই মিলছে টাকা। পরিবেশের দূষণ রোধ ও সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ সাড়া পেলেছে রাউজানে। পৌর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পৌর মেয়রের ঘোষণার পর প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনার বস্তা জমা দিয়েই নগদ অর্থ হাতে নিয়ে খুশি অনেকেই।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উদ্বোধনী দিনে ময়লার বস্তাপ্রতি দুইশ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, কাউন্সিলর সমীর দাশগুপ্ত, কাজী মো. ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে কয়েক'শ নারী-'পুরুষ বস্তা ভর্তি প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা রাউজান পৌরসভায় জমা দেন। এসময় প্রধান অতিথি ও উদ্বোধক তাদের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা তোলে দেন।


পূর্বপশ্চিমবিডি/জিএস

রাউজান,,চট্টগ্রাম,রাউজান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close