• মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১
  • ||

শান্তর রানে ফেরা নিয়ে যা বললেন সাকিব

প্রকাশ:  ১৬ জুন ২০২৪, ১৫:১০
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই রানখরায় ভোগচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন টপ-অর্ডার এই ব্যাটার। তবে এমন বাজে সময় থেকে বের হতে কঠোর অনুশীলনও নাকি করছেন টাইগার দলপতি।

শনিবার (১৫ জুন) নেপালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তানজিম হাসান সাকিব।

এই পেসারের ভাষ্যমতে, ‘শান্ত (ভাই) খুব পরিশ্রম করছে প্র্যাকটিসে, নিজেকে ফর্মে ফিরিয়ে আনার জন্য। সে কঠোর পরিশ্রমী মানুষ, জাতীয় দলের কয়েকজন পরিশ্রমীর মধ্যে তিনিও একজন। খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ। তিনি আপ্রাণ চেষ্টা করছেন। অধিনায়ক হিসেবেও খুবই ভালো। আমাদের খুব ভালো লাগে, আমরাও প্রশংসা করি। সবাইকে খুব আগলে রাখেন, গুছিয়ে রাখেন, মাঠ ও মাঠের বাইরে। এটা খুব ভালো দিক আমি বলব।’

সাকিব যোগ করেন, ‘যাদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে, তারা বেস্ট চয়েজ। তারা শতভাগ দিলে ইনশাআল্লাহ… তারা খুব চেষ্টা করছে। হয়তো ২-১ জন রান পাচ্ছে না। আমি খুব বিশ্বাস করি, খুব তাড়াতাড়ি তারা রানে ফিরবে। এটা দলের বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই আমরা মাঠে নামি। আমাদের বিশ্বাস আছে কেউ না কেউ ভালো খেলে দেবে।’

নেপালকে হারিয়ে সুপার এইট প্রসঙ্গে এই পেসারের মন্তব্য, ‘প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি, এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি। আশা করি, এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব, উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের জন্য আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার। ওই দিকেই মনোযোগ থাকবে।’

উল্লেখ্য, (সোমবার) ভোর সাড়ে ৫টায় সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে নেপালের মুখোমুখি হবে টাইগাররা। একই মাঠে ডাচদের বিপক্ষে খেলেছিল শান্ত বাহিনী।

বিশ্বকাপ,শান্ত,সাকিব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close