• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৪, ২২:১২
পূর্বপশ্চিম ডেস্ক

রঙ্গনা হেরাথের বিদায়ের পর স্পিন বোলিং কোচ হিসেবে পাকিস্তানের মুশতাক আহমেদকে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

জিম্বাবুয়ে সিরিজের আগেই প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। মুশতাক আহমেদ ১৯৯২ সালে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে মুশতাক আহমেদকে নিয়োগের বিষয়টি জানিয়েছে।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন পাকিস্তানের সাবেক স্পিনার।

এর আগে, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড, ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন। মাঝে পাকিস্তানের বোলিং পরামর্শকও হন তিনি।

পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট খেলে ১৮৫ উইকেট নিয়েছেন মুশতাক আহমেদ। এছাড়া ১৪৪ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ১৬১ টি।

এর পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার উইকেট ১,৪০৭টি। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট ৩২ বার।

খেলা,ক্রিকেট,বাংলাদেশ ক্রিকেট বোর্ড,বিসিবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close