• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চলাতে থাকেন ভারতীয় দুই ওপেনার ইয়েসবি জসওয়াল।

তবে সুবিধা করতে পারেননি শুভমান গিল। তিনি ৬ বলে মাত্র ৮ রানে ফেরেন। আগের ম্যাচে ফেরেন মাত্র শূন্য রানে। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক মারেন তিলক ভার্মা।

২.৩ ওভারে ২৯ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন ওপেনার জসওয়াল ও সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে তারা ৭০ বলে গড়েন ১১২ রানের জুটি। ৪১ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬০ রান করে ফেরেন ওপেনার ইয়েসবি জসওয়াল।

এরপর রিংকু সিংয়ের সঙ্গে ফের ২৭ বলে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক সূর্যকুমার যাদব। এই জুটিতেই ক্যারিয়ারের ৬০তম টি-টোয়েন্টিতে মেইডেন সেঞ্চুরি করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার প্রথম সেঞ্চুরি। অতীতে ৩৭টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি। এদিন মাত্র ৫৬ বলে ৭টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০০ রান করে ফেরেন সূর্যকুমার যাদব।

জসওয়ালের ফিফটি আর সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে ১২০ বলে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের পাহাড় গড়ে ভারত।

সিরিজ জিততে হলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২০২ রান করতে হবে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১৮০ রান করেও বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৫ উইকেটে হেরে যায় ভারত।

ভারতীয়,দক্ষিণ আফ্রিকাকে,টেস্ট ম্যাচ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close