• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেসির দলের গোলরক্ষকের ঘুষি, চোখের নীচে কালশিটে রোনালদোর

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
স্পোর্টস ডেস্ক

সৌদি আরবে প্রথম ম্যাচ খেলতে নেমে চোখের নীচে কালশিটে পড়লো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। পিএসজির বিরুদ্ধে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ম্যাচ ছিলো রিয়াদ অল স্টার্সের। সেই ম্যাচে মুখোমুখি হন লিওনেল মেসির দল এবং রোনালদোর দল। সেই ম্যাচেই চোখের নীচে কালশিটে পড়ে যায় সি আর সেভেনের। ম্যাচটি হেরে যায় তার দল।

পিএসজির গোলরক্ষক কেলর নাভাসের ঘুষি খান রোনালদো। বল বাঁচাতে গিয়ে রোনাল্ডোর মুখেই ঘুষি মারেন নাভাস। এক সময় রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলতেন তারা। সেই নাভাসের ঘুষিতে চোখের নীচ ফুলে যায় রোনালদোর। সেই নিয়েই ম্যাচ খেলেন তিনি। দু’টি গোলও করেন।

নাভাসের ঘুষির জন্য পেনাল্টি পায় সৌদি আরবের দলটি। সেখান থেকে গোল করেন রোনালদো। পরে আরো একটি গোল করেন তিনি। গোল করেছেন মেসি, এমবাপেও। তবে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি নেইমার। তার শট আটকে দেন অলস্টারের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়েসিস।

ঘুষি খেলেও নাভাসের সঙ্গে মজা করতে দেখা যায় রোনালদোকে। সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন তিনি। পিএসজির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আল নাসের এবং আল হিলাল দলের ফুটবলাররা। দুই দলকে মিলিয়ে তৈরি হয়েছিলো রিয়াদ অল স্টার্স দলটি। সেই দলের অধিনায়ক হিসাবে খেলেন রোনালদো। সৌদি লিগে এরপর আল নাসেরের হয়ে খেলবেন তিনি। রোববার সেই দলের ম্যাচ রয়েছে।

বৃহস্পতিবারের তারকাসমৃদ্ধ ম্যাচটিতে মোট ৯টি গোল হয়েছে। ৫-৪ গোলে ম্যাচ জিতেছে পিএসজি। মেসির গোল দিয়ে শুরু। শেষ গোল করেন এমবাপে। মাঝে জোড়া গোল রোনালদোর। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি।

ফিফা বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখানেই শুরু করেন মেসি। ৩ মিনিটের মাথায় গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে নেমারের ঠিকানা লেখা পাসে সৌদির জাতীয় দলের গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এরপর একে একে ৯টি গোল হয়। ম্যাচে লাল কার্ড দেখেন পিএসজির জুয়ান বার্নেট।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ক্রিশ্চিয়ানো রোনালদো,তারকা,সৌদি আরব,রিয়াদ অল স্টার্স,পিএসজি,চোখ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close