• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

হেলিকপ্টারে করে শো-রুম উদ্বোধনে সাকিব

প্রকাশ:  ০৪ মে ২০২৪, ১৬:৪৬
নিজস্ব প্রতিবেদক

ঢাকার পাশের জেলা মাদারীপুর। পদ্মা সেতু পাড়ি দিয়ে আরেকটু সামনে আগালেই শিবচর উপজেলা। রাজধানী থেকে এক ঘণ্টার ড্রাইভ হলেও সাকিব আল হাসান সেখানে গেলেন হেলিকপ্টারে করেই। স্থানীয় বাজারে হারল্যানের শো-রুম উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রিয় ক্রিকেটারকে এক নজর দেখতে ভক্তদের মধ্যে ছিল উপচেপড়া ভীড়। আজ শনিবার(৪ মে) দুপুরে প্রাইভেট কোম্পানির হেলিকপ্টারটি সাকিবকে নিয়ে ল্যান্ড করে উপজেলাটির প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে। মাঠের আশপাশে জমে যায় তরুণ-তরুণীদের ভীড়।

জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যানের সাথে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় চিত্রতারকা শাকিব খানের। কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন ক্রিকেট মাঠের সবচেয়ে বড় তারকা সাকিব।

ক্রিকেট মাঠের অ্যাসাইনমেন্টের মাঝেও নানা সময়ে শো-রুম উদ্বোধন করে আলোচিত-সমালোচিত সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চলমান টি-টুয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে সাকিব ছুটি নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার জন্য।

শনিবার ঘরোয়া লিগের ম্যাচ না থাকায় সাকিব শিবচর ছুটে যান শো-রুম উদ্বোধন করতে। মাগুরা ১ আসনের এমপি সময় বাঁচাতে বাহন হিসেবে বেছে নেন হেলিকপ্টার।

সাকিব আল হাসান,ক্রিকেটার,শোরুম উদ্বোধন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close