• বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

পেলের জায়গা নেবেন এমবাপ্পে?

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০২২, ১৩:১২
স্পোর্টস ডেস্ক

এক কিংবদন্তি চলে গেছেন। তার জায়গা পূরণ করবেন অন্যজন। কে হবেন সেই ভাগ্যবান— সেটিই এখন আলোচনার বিষয়।

মার্কা নিউজ বলছে, পেলের জায়গা দখল করার খুব বেশি সম্ভাবনা রয়েছে ফ্রান্সের ফুটবল জাদুকর কিলিয়ান এমবাপ্পের।

কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ২৩ বছর। এই বয়সে দুটি বিশ্বকাপ খেলেছেন তিনি। বিশ্বকাপে মোট ১৪টি ম্যাচ খেলে ১২টি গোল করেছেন এমবাপ্পে। যা ফুটবলের রাজা পেলের সমান। একই বয়সে একই সংখ্যক ম্যাচ খেলে ১২ গোল করেছিলেন পেলে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দিন সাও পাওলোর হাসপাতালে বসে এমবাপ্পের দুর্দান্ত প্রতিভার প্রশংসা করেছিলেন পেলে।

ক্যারিয়ারের শুরুতে চমকপ্রদ প্রতিভার পরিচয় দিয়ে এগিয়ে গেছেন পেলে। একইভাবে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পিএসজিতে লিওনেল মেসির সঙ্গে খেলেন এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করে তার দল ফ্রান্স। এবারও ফাইনালে উঠেছে। আরও দুটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে এই ফুটবলারের।

ফুটবলের ইতিহাসে পায়ের জাদুতে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে খেতাব পেয়েছেন পেলে। তার হাত ধরে মোট তিনবার কাপ নিয়েছে ব্রাজিল। পেলেকে ছুঁতে চাইলে আরো দুই বিশ্বকাপে কাপ নিতে হবে এমবাপ্পের দল ফ্রান্সকে।

পেলে,এমবাপ্পে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close