• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তুই গায়ে হাত দিলি ক্যান, এখন পা ধরে মাপ চাবি!

প্রকাশ:  ১৫ মার্চ ২০২২, ১৫:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানীর শনির আখড়া থেকে কলেজ ছাত্রী কাজী জেবুননেসা কামাল ও তাঁর মা হালিমা খানম বাসটিতে চড়ে যাচ্ছিলেন কল্যাণপুর। আজিমপুরের কাছাকাছি বাসটি আসার পর পাশের সিটের এক লোক জেবুননেসার গায়ে হাত দেয়। লোকটাকে ছাড় দেয়নি সাহসী জেবুননেসা। সেই ঘটনা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি করেন ওই বাসেরই আরেক নারী যাত্রী।

সম্পর্কিত খবর

    ওই ঘটনা সম্পর্কে কাজী জেবুননেসা গণমাধ্যমকে বলেন, বাসে আমার পাশে বসার পর লোকটাকে দুবার বলেছিলাম হাত গুছিয়ে বসেন। তখন দুবারই সরি বলেন। আমি মাথাব্যথার জন্য জানালায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ছিলাম। টের পেলাম আমার শরীরে তাঁর হাত। ‘টি–শার্ট ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বললাম, তুই গায়ে হাত দিলি ক্যান? লোকটা বলে, কী আশ্চর্য! আপনি তো ঘুমাই ছিলেন। চট করে মাথায় রক্ত উঠে যায়। আমি ঘুমিয়ে থাকলেই সে আমার গায়ে হাত দিতে পারে? তারপর নিজের কান ধরে; আমার ও আমার মায়ের পা ধরে মাফ চেয়ে বাস থেকে নেমে যায়।

    গত রোববার সন্ধ্যার পর মৌমিতা পরিবহনের একটি বাসে পাশে বসা এক লোক তাঁর গায়ে হাত দিলে এভাবেই প্রতিবাদ করেন কাজী জেবুননেসা কামাল। ওই কলেজ ছাত্রী ক্ষোভ, বাসের একজন পুরুষ যাত্রীও এ ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেননি। উল্টো বলেছেন, লোকটি যেহেতু ভুল স্বীকার করে মাফ চাইছে, তাই তাঁকে ক্ষমা করে দেওয়াই ভালো।

    পূর্বপশ্চিম- এনই

    শ্লীলতাহানী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close