• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি কার্যালয়ের সেই ব্যক্তিকে নিয়ে মুখ খুললো মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ২২:৩৭ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২২:৩৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার পর হঠাৎ দলটির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে এক ব্যক্তিকে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা বলে খবর ছড়িয়ে পড়ে। তবে এ খবরকে পুরোপুরি নাকচ করেছে মার্কিন দূতাবাস।

আজ শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এই বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এই ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’

তিনি বলেন, ‘ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি সরকার সংশ্লিষ্ট কেউ নন।’

এর আগেই ইশরাক হোসেনের সাথে ওই ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যা নিয়ে হৈচৈ শুরু হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, গোলাপি রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন। পাশে বসে আছেন ইশরাকসহ আরো কয়েকজন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সঙ্গে কালবেলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারাও এমন কিছু জানে না বলে নিশ্চিত করে।

মার্কিন দূতাবাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close