• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনগণ বিএনপিকে ছাড়বে না: কামরুল

প্রকাশ:  ১১ এপ্রিল ২০২৩, ২৩:২৭
নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে সতর্ক করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনগণ বিএনপিকে ছাড়বে না।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে শেখ হাসিনার পক্ষ থেকে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি ডিজিটাল পদ্ধতিতে অপপ্রচার চালাচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। বিএনপি ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি করে। অন্যদিকে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখুক, সেটা সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু। এটা বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না।

নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ষড়যন্ত্র করবেন না। আন্দোলনের হুমকি দেবেন না। যেকোনো আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা প্রয়োজন সরকার সেটি করবে।

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কামরুল ইসলাম,আওয়ামী লীগ,বিএনপি,বাঁধ,জনগণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close