• বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
  • ||

ঈদের দিন চলবে একটি ট্রেন

প্রকাশ:  ১৬ জুন ২০২৪, ২১:৩৭
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে সোমবার (১৭ জুন)। প্রতি বছরের মতো এবারও ঈদের দিন চলবে না কোনও আন্তঃনগর ট্রেন। তবে শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম রুটে ‘চট্টগ্রাম মেইল ট্রেন’ নামে একটি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাবে।

রোববার (১৬ জুন) কমলাপুর রেল স্টেশনে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল ঈদুল আজহা। ঈদের দিন আমাদের কোনও আন্তঃনগর ট্রেন চলাচল করে না। শুধু ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে একটি চট্টগ্রাম মেইল চলবে। সেটি রাত পৌনে ১২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাবে। এছাড়া ঈদের দিন আর কোনও ট্রেন চলাচল করবে না।

মাসুদ সারওয়ার আরও বলেন, ঈদের পরদিন থেকে কিছু কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১৯ তারিখ থেকে সবগুলো আন্তঃনগর ও লোকাল ট্রেন স্বাভাবিক নিয়মে চলবে।

ঈদ,ট্রেন,ঈদুল আজহা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close